স্টাফ রিপোর্টার : সাভারে সন্ত্রাসী মোহাম্মদ টুটুলকে (৩৪) ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর ব্রিজের পশ্চিম পাশে চেক পোস্টে তল্লাসীর সময় পুলিশ গ্রেফতার করেছে। এ সময় টুটুলের দেহ থেকে একটি পিস্তল ও ৭ রাউন্ড তাজা গুলি জব্দ করেছে পুলিশ।
সোমবার (৭ জুলাই) সাভার মডেল থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় একটি মামলা হয়েছে। এর আগে গত রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত টুটুল সাভারের কাউন্দিয়া ইউনিয়নের মেলারটেক এলাকার মরহুম লিয়াকত আলীর ছেলে।
পুলিশ জানান, রোববার দিবাগত রাতে আমিনবাজার পুলিশ ক্যা¤েপর ইনচার্জ (এসআই) মো: ফয়সাল আলম এর নেতৃত্বে একটি টহল টিম বিশেষ চেক পোস্ট বসিয়ে রিক্সা যোগে ঢাকা-আরিচা মহাসড়কে একটি রিক্সার গতিরোধ করে যাত্রী টুটুলের দেহ তল্লাশী করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র স¤পর্কে পুলিশ বলেন, গ্রেফতার টুটুল দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র-গুলি নিজের কাছে রেখে আমিনবাজার-কাউন্দিয়া এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাকে আটকের সময় তার আরও দুই সহযোগী বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়ার মরহুম আব্দুল আলিম ওরফে ভোলা মিয়ার ছেলে আল-আমিন ও আমিনবাজার এলাকার মরহুম জানে আলমের ছেলে জুয়েল মিয়া পালিয়ে যায়।
আমিনবাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ (এসআই) ফয়সাল আলম জানান, গ্রেফতারকৃত টুটুলের দুই সহযোগীকে গ্রেফতারের অভিযান চলছে।