আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অটোরিকশা চুরির ঘটনায় চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজতে থেকে ৮টি অটোরিকশা উদ্ধার করা হয়।
শনিবার (০২ আগস্ট) সন্ধ্যার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান। এর আগে শুক্রবার বিকেলে গাজীপুরের টঙ্গী ও রাতে কেরানীগঞ্জ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার পলাশপুর ক্ষেতাচোড়া খালের পাড় এলাকার মৃত রুহুল খানের ছেলে আল আমিন (৪২) ও লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার পূর্ব ডাউয়াবাড়ী এলাকার শফিকুল ইসলামের ছেলে নাহিদ হোসেন (২৭)।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল ৪টারদিকে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশা চোর চক্রের সদস্য নাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি অটোরিকশা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকার কেরানীগঞ্জ পূর্ব তাড়াইল এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশা চোর চক্রের অন্যতম সদস্য আল আমিনকে রাত ৮টারদিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৭টি অটোরিকশা উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন, শনিবার সকালে ৭দিনের রিমান্ড আবেদন করে গ্রেপ্তারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।