সোমবার, 4 আগস্ট 2025
MENU
daily-fulki

আশুলিয়ার ডিইপিজেড থেকে সিএন্ডএফ কর্মকর্তাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার ডিইপিজেডের ব্যবসায়ী প্রতিষ্ঠান সুইফট লজিস্টিক সার্ভিস লিমিটেডের (সিএন্ডএফ) কর্মকর্তা আশিক হাসানকে (৩০) প্রকাশ্যে তুলে নিয়ে মারধর করার অভিযোগে থানায় মামলা। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে ডিইপিজেড এলাকায় এ ঘটনার ঘটে।


এ ঘটনায় আশুলিয়ার ভাদাইল এলাকার পিয়ার আলীর ছেলে দেলোয়ার হোসেন মিন্টুকে প্রধান আসামি করে ৩২ জনের নাম উল্লেখ একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী আশিক হাসান।


ভুক্তভোগী আশিক হাসান বলেন, দীর্ঘদিন ধরে দেলোয়ার হোসেন মিন্টুর নেতৃত্বে একদল সন্ত্রাসী মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত বৃহস্পতিবার ৩১ জুলাই দুপুর দেড়টার দিকে মেহেদী, রাশেদুল ইসলাম টুটুল, আজিজ, ফরহাদ, গলাকাটা আরিফ, নাঈম জাকিউল ও জিমসহ ২৫ থেকে ৩০ জনের একদল সন্ত্রাসী আমার ওপর অতর্কিত হামলা চালায়। পরে তারা জোরপূর্বক আমাকে ডিইপিজেডের ভেতর থেকে তুলে নিয়ে যায় ভাদাইল এলাকায় দেলোয়ার হোসেন মিন্টুর অফিসে। সেখানে উপস্থিত মিন্টুসহ তার সহযোগীরা আমাকে কয়েক ঘন্টা আটকে রেখে লোহার রড ও জিআই পাইপ দিয়ে এলোপাথাড়িভাবে পিটিয়ে জখম করে। এ সময় আমার কাছে থাকা প্রতিষ্ঠানের ট্যাক্সের ৪ লক্ষ ৭০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় তারা।


এ ব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে তদন্তসহ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে আশুলিয়া থানা পুলিশ।


বেপজার নির্বাহী পরিচালক মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমাদের দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা সশস্ত্র না থাকায় শুধু লাঠি দিয়ে দুষ্কৃতিকারীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। আমরা দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিরাপত্তা বৃদ্ধিসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।
 

সর্বাধিক পঠিত