সোমবার, 4 আগস্ট 2025
MENU
daily-fulki

মাত্র ৬ মাসে ২০ প্রেমিক থেকে ২০টি আইফোন আদায়, বিক্রির টাকায় যা করলেন তরুণী


ফুলকি ডেস্ক : বিনা পরিশ্রমে অর্থ উপার্জন করতে কে না চায়! আর এর জন্য যেকোনো উপায় অবলম্বন করতেও দ্বিধাবোধ করেন না অনেকেই। আর এর সবচেয়ে পরিচিত মাধ্যম হচ্ছে প্রতারণা। আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অনেক প্রতারণার ঘটনা সামনে আসে, যেগুলো অনেক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

এমন প্রতারণার ঘটনায় সর্বস্ব হারিয়েছেন অনেকে, আবার কেউ প্রতারণা করে কোটি কোটি টাকার মালিকও হয়েছেন।

ঠিক এমনই এক ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হৈচৈ শুরু হয়ে গিয়েছিল। এমন কাণ্ড ঘটিয়েছেন চীনের শেনজেন শহরের এক তরুণী।


স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, ওই তরুণী একসঙ্গে ২০ জন প্রেমিকের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন। প্রত্যেক প্রেমিকের কাছ থেকে একটি করে আইফোন উপহার নিয়েছিলেন তরুণী।


সব ফোন হাতে পাওয়ার পর ওই তরুণী সেগুলো বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন।
একটি পুনর্বিক্রয় সংস্থার কাছে ওই আইফোনগুলো বিক্রি করেছিলেন তরুণী। তবে সেই বিপুল টাকা অন্য কোথাও খরচ না করে বাড়ি কেনার ‘ডাউন পেমেন্ট’ হিসেবে ব্যবহার করেছিলেন তরুণী।

অজ্ঞাতপরিচয় ওই নারী চীনের শেনজেন শহরে এক সংস্থায় স্বল্প বেতনের বিনিময়ে জুনিয়র ক্লার্ক হিসেবে চাকরি করতেন।

যদিও প্রাথমিকভাবে বিষয়টি তরুণীর কোনো প্রেমিকই বুঝতে পারেননি। তবে কয়েক মাসের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফ্ল্যাট কেনার খবর প্রকাশ করে সবাইকে চমকে দিয়েছিলেন তরুণী। কিভাবে আচমকা এত টাকা তার কাছে এলো, বুঝতে অসুবিধা হয়নি কারো। 


পরবর্তীতে তরুণীর সহকর্মীরা জানতে পারেন, মাত্র ৬ মাসে তিনি একইসঙ্গে ২০ জন পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছিলেন। তাদের থেকে উপহার হিসেবে পাওয়া আইফোন বিক্রি করেই ফ্ল্যাটের টাকা জোগাড় করেছিলেন তিনি।
উপহার পাওয়া ফোনগুলো ইন্টারনেটের মাধ্যমে বিক্রি করেছিলেন।


জানা যায়, বৈদ্যুতিক সামগ্রী বিক্রির একটি অনলাইন প্ল্যাটফরমে কর্মরত এক ব্যক্তি সংবাদমাধ্যমের কাছে তরুণীর যাবতীয় কুকীর্তি ফাঁস করে দেন। আর এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই জোর চর্চা শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তরুণীর বুদ্ধিমত্তা ও সাহসের প্রশংসা করেছেন। আবার এই ঘটনাকে প্রতারণা ও অনৈতিকতার উদাহরণ বলে তীব্র সমালোচনা করেছেন সমালোচকদের একাংশ। যদিও তরুণীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। একইসঙ্গে এই প্রতারণার জেরে ওই নারীর কোনো সাজাপ্রাপ্তির খবরও পাওয়ার যায়নি।
 

সর্বাধিক পঠিত