বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার


স্টাফ রিপোর্টার : ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করবে অন্তর্বর্তী সরকার। এই লক্ষ্যে জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


শনিবার (২ আগস্ট) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।  

তিনি লিখেছেন, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে।  আগামী মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ বিকেল ৫ টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে।  

প্রধান উপদেষ্টার প্রেস উইংস সূত্রে জানা গেছে, সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হয়েছে এবং জনগণের উপস্থিতিতে তা ঘোষিত হবে।

 

 

সর্বাধিক পঠিত