মঙ্গলবার, 8 জুলাই 2025
MENU
daily-fulki

ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

ধামরাই প্রতিনিধি :  ধামরাইয়ে আর্থিক ঋণ দেওয়ার প্রলোভনে ফেলে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, ঋণের ফাঁদে ফেলে তাকে ধর্ষণ করেছে মুরাদ হোসেন নামে এক যুবক।

 

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ধামরাই থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত মুরাদ হোসেনকে (৩৮) টাঙ্গাইল এলাকা থেকে গ্রেফতার করেছে।

 

মুরাদ হোসেন কুশুরা ইউনিয়নের শাসন কাশিমনগর এলাকার আব্দুল মান্নানের ছেলে।

 

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার শাসন এলাকার মুরাদ হোসেন ওই নারীকে গরুর ফার্ম স্থাপনের জন্য ৩০ লাখ টাকা ব্যাংক ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দেয়। কৌশলে অভিযুক্তরা প্রথমে ওই নারীর কাছ থেকে তিন লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর ফুসলিয়ে ভুক্তভোগী নারীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকার ফারুক হোসেনের বাসায় নিয়ে যায়। সেখানে একটি কক্ষে আটকে রেখে তাকে মারধর ও জোরপূর্বক ধর্ষণ করেন মুরাদ।

 

ভুক্তভোগী নারী জানান, ভয়ভীতি দেখিয়ে ফারুক হোসেনও বিভিন্ন সময় তার ভাড়া বাসায় ডেকে নিয়ে গিয়ে তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। গত ২৪ জুন দুপুর আড়াইটার দিকে পাঠানটোলা এলাকায় ফারুক হোসেন তার ভাড়া বাসায় একা পেয়ে ফের তাকে ধর্ষণ করে।

 

ধামরাই থানার পরিদর্শক (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ধর্ষণ মামলার আসামি মুরাদ হোসেন ঘটনার পর থেকেই পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টাঙ্গাইল থেকে তাকে গ্রেফতার করেছি। অপর আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

 


News Writer

SB

সর্বাধিক পঠিত