বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

জাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ফুলকি ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নির্মাণাধীন কেন্দ্রীয় গ্রন্থাগার ভবন থেকে পড়ে মো. আরিফুল (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে কাজ করার সময় তিনি নিচে পড়ে যান। পরে সাভারের এনাম মেডিকেল নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনটি নির্মাণে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান অনিক ট্রেডিং কর্পোরেশন। প্রতিষ্ঠানটির সূত্রে জানা যায়, আরিফুল নির্মাণাধীন ভবনে মোজাইকের কাজ করতেন। হঠাৎ নিচে পড়ে গেলে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. নিংতম বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে কয়েকজন আরিফুলকে মেডিকেলে নিয়ে আসেন। তারা জানান, আরিফুল ভবন থেকে পড়ে গেছেন। তার মুখে আঘাত ছিল, দাঁত পড়ে গিয়েছিল। অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত এনাম মেডিকেলে পাঠানো হয়।

অনিক ট্রেডিং কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোমিনুল করিম বলেন, আমাদের নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক সেখানে থাকেন। দুপুরের দিকে ফোনে জানতে পারি, একজন শ্রমিক পড়ে গেছেন। ধারণা করছি, অসাবধানতাবশত চলাফেরার সময় তিনি পড়ে যেতে পারেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা বলছে, শ্রমিক আরিফুল সকালে মারা যাওয়ার পরেও এই ঘটনা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর কেউই জানেন না। মাস্টারপ্ল্যানবিহীন উন্নয়ন প্রকল্পের সকল কাজ বন্ধ থাকার নির্দেশনা থাকলেও, আমরা জানতে পারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিল্ডিংয়ের কাজ ঠিকই চলমান আছে। যদি এই বিশ্ববিদ্যালয় প্রশাসন মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে যথাযথ পদক্ষেপ নিত সঠিক সময়ে, যদি নিয়মমাফিক সকল নিরাপত্তা নিশ্চিত করে শ্রমিকেরা কাজ করতো, তাহলে হয়তো এই হত্যা সংঘটিত হতে পারতো না।

এদিকে এ ঘটনার প্রেক্ষিতে আজ সকাল ১০টায় জরুরি সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের প্রকল্পের পরিচালক নাসির উদ্দিন, সার্বিক এবং স্থাপনাভিত্তিক তদারকি কমিটিতে থাকা সকল শিক্ষক, লাইব্রেরি বা লেকচার-থিয়েটার নির্মাণের ঠিকাদারি কোম্পানি অনিক ট্রেডার্স এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকেরা।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শনিবার সকাল ১০টায় জরুরি প্রশাসনিক মিটিং ডেকেছি। আমি চাই শুধু ক্ষতিপূরণ নয়, এই ঘটনায় যেন দোষীদের যথাযথ শাস্তিও হয়।

সর্বাধিক পঠিত