সোমবার, 4 আগস্ট 2025
MENU
daily-fulki

ইসরায়েলি কূটনীতিকদের আমিরাত ছাড়ার নির্দেশ


ফুলকি ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত থেকে অধিকাংশ কূটনৈতিক কর্মীকে ফিরিয়ে নিচ্ছে ইসরায়েল। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি) উপসাগরীয় এই রাষ্ট্রে ইসরায়েলি নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করার পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো।

এই পদক্ষেপ এমন এক সময়ে এসেছে, যখন ইসরায়েল তাদের রাষ্ট্রদূত ইয়োসি আব্রাহাম শেলিকে আমিরাত থেকে প্রত্যাহার করেছে। আবুধাবির একটি বারে নারীদের সঙ্গে প্রবেশ করে ‘অশোভন আচরণ’ করার অভিযোগে আমিরাত তাঁর প্রতি অনাস্থা জানায়। শেলির বিরুদ্ধে একাধিক বিতর্কিত আচরণের অভিযোগ রয়েছে, যার মধ্যে আমিরাতের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে তর্কেও জড়ানো রয়েছে।

ইসরায়েলের এনএসসি সম্প্রতি সতর্ক করেছে, আমিরাতে ইসরায়েলি ও ইহুদি নাগরিকদের ওপর হামলার আশঙ্কা রয়েছে, বিশেষত শাব্বাত ও ধর্মীয় ছুটির দিনে। এই সতর্কতা জারির পেছনে রয়েছে ইরানে ইসরায়েলের সাম্প্রতিক ১২ দিনের হামলা, গাজায় চলমান অভিযান এবং বৈশ্বিকভাবে দেশটির ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা।

২০২০ সালে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমিরাত, যা মিসর ও জর্ডানের পর তৃতীয় আরব দেশ হিসেবে ইতিহাসে জায়গা করে নেয়। ২০২২ সালে দু’দেশ মুক্ত বাণিজ্য চুক্তিতে সই করে এবং সরাসরি ফ্লাইট চালু হওয়ার পর দ্বিপক্ষীয় বাণিজ্য ও পর্যটন সম্পর্কও বৃদ্ধি পায়।

তবে সাম্প্রতিক ঘটনাবলিতে সেই সম্পর্কের ওপর চাপ স্পষ্ট। মার্চ মাসে আমিরাতে ইসরায়েলি-মলদোভান রাবি জিভি কোগানকে হত্যার ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া, এবং সর্বশেষ রাষ্ট্রদূতের আচরণ নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

সর্বাধিক পঠিত