ফুুলকি ডেস্ক : জালিয়াতির মাধ্যমে কনটেইনার ডেলিভারির চেষ্টাকালে আরিফুল ইসলাম নামের এক সহকারী জেটি সরকারকে আটক করে পুলিশে দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে তাকে বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) ৫ নম্বর গেইট থেকে আটক করা হয়।
আটক মো. আরিফুল ইসলাম সিঅ্যান্ডএফ এজেন্ট সিবা কার্গো ইন্টারন্যাশনালের সহকারী জেটি সরকার। বিষয়টি চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরিফুল ইসলাম নথিপত্র জালিয়াতি করে কনটেইনার ডেলিভারির চেষ্টা করে। গেইট পাশ সংগ্রহের সময় বিষয়টি বন্দরের নিরাপত্তা বিভাগের নজরে আসে। নিরাপত্তা বিভাগের সদস্যরা তাকে আটক করে আইনি ব্যবস্থা নিতে চট্টগ্রাম বন্দর থানায় সোপর্দ করে।