শুক্রবার, 1 আগস্ট 2025
MENU
daily-fulki

সাদিক কায়েমের বিরুদ্ধে নাহিদের অভিযোগ উড়িয়ে দিলেন জুলকারনাইন সায়ের


স্টাফ রিপোর্টার : জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের সাবেক সংগঠন ও অভ্যুত্থানে ছাত্রশিবির নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সেই অভিযোগের জবাব দিয়েছেন আল-জাজিরার সংবাদিক জুলকারনাইন সায়ের।

নাহিদ ইসলামের অভিযোগকে উড়িয়ে দিয়ে তিনি দাবি করেছেন, জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে থাকা সাদিক কায়েমের নামে একটাও অসততার অভিযোগ আসেনি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন কথা বলেন।

জুলকারনাইন সায়ের বলেন, ‘জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে ছিল এবং ৫ই আগস্ট ২০২৪-এর পর এখনো পর্যন্ত যেই ছেলেটার নামে একটাও অসততার অভিযোগ আসেনি, তার নাম আবু সাদিক (Md Abu Shadik)’।

পোস্টে তিনি প্রশ্ন রেখে বলেন, ‘স্বাভাবিকভাবেই তাকে ও তার শুভানুধ্যায়ীদের নিয়ে অনেকে মুখরোচক চটকদার আলাপ তৈরি করবে। কিন্তু এসব আলাপ তৈরি করে কি নিজেদের গোপনতম সত্য লুকানো সম্ভব হবে?’

 

সর্বাধিক পঠিত