শুক্রবার, 1 আগস্ট 2025
MENU
daily-fulki

ঢাকা-১৯ আসনের সীমানায় বড় পরিবর্তন: বিরুলিয়া ও বনগাঁও এখন ঢাকা-২ আসনে


স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে আসনভিত্তিক সীমানা পুননির্ধারণের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (৩০ জুলাই) প্রকাশিত প্রজ্ঞাপনে সবচেয়ে আলোচিত পরিবর্তন এসেছে ঢাকা-১৯ আসনে। সাভার উপজেলার বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নকে পৃথক করে ঢাকা-১৯ আসনের পরিবর্তে যুক্ত করা হয়েছে ঢাকা-২ আসনের সঙ্গে।


নতুন সীমানা পুননির্ধারণের পর ঢাকা-১৯ আসনে এখন থাকছে সাভার উপজেলার ছয়টি ইউনিয়ন শিমুলিয়া, ধামসোনা, ইয়ারপুর, আশুলিয়া, পাথালিয়া ও সাভার সদর ইউনিয়ন, সাভার পৌরসভা এবং সাভার সেনানিবাস এলাকা।


ঢাকা-২ আসনে যুক্ত হয়েছে সাভার উপজেলার তিনটি ইউনিয়ন-বিরুলিয়া, বনগাঁও ও ঢাকা-১৪ আসনের কাউন্দিয়া ইউনিয়ন। এ ছাড়া সাভারের তেঁতুলজোড়া, ভার্কুতা, আমিনবাজার ইউনিয়ন আগের মতোই ঢাকা-২ আসনের সঙ্গে রয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, সংবিধানের ১১৯ অনুচ্ছেদ এবং ‘জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১’-এর ধারা ৬ ও ৮ অনুযায়ী প্রশাসনিক সুবিধা, জনসংখ্যার ভারসাম্য, আঞ্চলিক অখণ্ডতা, যোগাযোগব্যবস্থা এবং নতুন সৃষ্ট প্রশাসনিক ইউনিটগুলো অন্তর্ভুক্ত করে এ পরিবর্তন আনা হয়েছে।


একই সঙ্গে কমিশন পরিষ্কার করেছে—সীমানা পুননির্ধারণের সময় উপজেলা ও সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোর অখণ্ডতা বজায় রাখা, জনসংখ্যা ভারসাম্য  এবং নদী-সড়ক যোগাযোগ ব্যবস্থা বিবেচনা করেই চূড়ান্ত তালিকা করা হয়েছে।
এই পরিবর্তন স্থানীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়ন যুক্ত হওয়ায় ঢাকা-২ আসনের ভোটার সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। অন্যদিকে ঢাকা-১৯ আসন থেকে দুটি ইউনিয়ন বাদ পড়ায় সেখানে নির্বাচনী সমীকরণে পরিবর্তন আসতে পারে। 


রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ পরিবর্তন সাভার কেন্দ্রিক রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করবে।


নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১০ আগস্ট ২০২৫ পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার বাসিন্দারা প্রাথমিক তালিকা নিয়ে লিখিত দাবী, আপত্তি বা সুপারিশ জমা দিতে পারবেন। মতামত পাঁচ কপিতে দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আপত্তি গ্রহণ করা হবে না।


লিখিত মতামত গ্রহণের পর কমিশন শুনানি ও পর্যালোচনা শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। তারপর নতুন সীমানা অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
 

 

সর্বাধিক পঠিত