বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

গঙ্গাচড়ায় হিন্দুপল্লীতে হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ


জাবি প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিক্ষোভ মিছিল করেছেন তারা। 


মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে নতুন কলা ভবন এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কয়েকটি সড়ক ঘুরে বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে উত্তেজিত জনতা হামলা ও লুটপাট করেছে। 

এমন ঘটনা শুধু হিন্দুদের জন্য নয়, সাধারণ মানুষের জন্য উদ্বেগজনক। 

সর্বাধিক পঠিত