মঙ্গলবার, 29 জুলাই 2025
MENU
daily-fulki

এখন থেকে সরকারি জমি কোনো সংস্থাকে প্রতীকী মূল্যে দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

ফুুলকি ডেস্ক : এখন থেকে সরকারি জমি কোনো সংস্থাকে প্রতীকী মূল্যে দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘কোনো সংস্থা এ ধরনের জমি নিতে চাইলে যথাযথ মূল্য দিয়ে নিবে।’

আজ মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ সভাকক্ষে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

 

আজ চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (বিওএফ) বা বাংলাদেশ সমরাস্ত্র কারখানা সম্প্রসারণের জন্য ১৭ কোটি টাকার বিনিময়ে বন্ধ থাকা চট্টগ্রামের জলিল টেক্সটাইল মিলসের ৫৪ দশমিক ৯৯ একর জমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা বিষয়ে নীতিগত অনুমোদনের জন্য বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হয়।

এ প্রস্তাব বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘ওরা নিতে চেয়েছে তবে আমরা প্রস্তাব দিয়েছি যে, প্রতীকী মূল্যে দেওয়া হবে না। যারা জমি নিতে চাইবে অর্থ দিয়ে নিতে হবে। কারণ, প্রতীকী মূল্যে জমি দিলে এর যথাযথ ব্যবহার হয় না। অনেক ক্ষেত্রে ১০ একর জমির প্রয়োজন থাকলেও প্রতীকী মূল্যে দেওয়া হলে ১০০ একর জমির দরকার বলে জানানো হয়।’


News Writer

SB

সর্বাধিক পঠিত