মঙ্গলবার, 29 জুলাই 2025
MENU
daily-fulki

শেখ হাসিনা যে অপরাধ করে গেছে, এমন অপরাধ মুক্তিযুদ্ধের সময়ও হয়নি: আসিফ নজরুল

ফুলকি ডেস্ক : আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘শেখ হাসিনা ও তার সরকার যে জঘন্য অপরাধ করে গেছে, এমন অপরাধ একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ও সংগঠিত হয়নি।’

আজ মঙ্গলবার বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইন্সটিটিউট মিলনায়তনে ‘জুলাই গণহত্যার বিচার: আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। 

 

 

আইন উপদেষ্টা বলেন, ‘জুলাই গণহত্যার বিচার নিয়ে বর্তমান সরকারের কোনো গাফিলতি বা আন্তরিকতার অভাব নেই। যেভাবে বিচার করার দরকার সেভাবেই করা হচ্ছে। বিচারের প্রতি সবার আস্থা থাকতে হবে। শেখ হাসিনার সরকার মহা অপরাধ করে গেছে, আমরা এমনভাবে বিচার করব যাতে ভবিষ্যতে বিচার নিয়ে কোনো প্রশ্ন উঠতে না পারে।’ এ সরকারের আমলেই সকল গণহত্যার বিচার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ড. আসিফ নজরুল বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমনভাবে গণহত্যার বিচার করতে চাই, যেন কেউ এই বিচার নিয়ে প্রশ্ন তুলতে না পারেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের অপরাধের এমন অকাট্য দলিল রেখে গেছে যে, তাতে কেউ এই বিচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারবে না।’

তিনি বলেন, ‘জুলাই অপরাধের বিচারের জন্য সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার তাই করা হচ্ছে।’ প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এর চেয়ে আর আমরা কী দৃশ্যমান দেখাবো।’

আসিফ নজরুল আরও বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ব্যর্থতা থাকতে পারে, কিন্তু বিচার করার চেষ্টার কোনো ব্যর্থতা নেই। কারণ বিচার একটি জটিল প্রক্রিয়া। বিশেষ আইনে করা হচ্ছে। শেখ হাসিনার সরকার মহা অপরাধ  করে গেছে, আমরা এমনভাবে বিচার করব যাতে ভবিষ্যতে বিচার নিয়ে কোনো প্রশ্ন উঠতে না পারে।’ বিচারে মানুষ ও শহীদ পরিবার শান্তি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।


News Writer

SB

সর্বাধিক পঠিত