সোমবার, 28 জুলাই 2025
MENU
daily-fulki

ধামরাইয়ে মহাসড়কে গাড়িচাপা দিয়ে ৮ লাখ টাকা ছিনতাই


ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে ব্যাংক থেকে টাকা তুলে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে এক ইটভাটার সরদার কামাল খান নামে এক ব্যক্তিকে গাড়িচাপা দিয়ে দুর্বৃত্তরা ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । সোমবার (২৮ জুলাই) দুপুর দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। কামাল খান ধামরাইয়ের নান্নার ইউনিয়নের ঘোড়াকান্দা এলাকার সিকো ইটভাটার শ্রমিক সরদার।


সিকো ইটভাটার ম্যানেজার উত্তম সরকার জানান, ভাটার শ্রমিকদের দাদনের টাকা দেওয়ার জন্য কামাল খান  সরদার ধামরাইয়ের ডাচবাংলা ব্যাংক কালামপুর শাখা থেকে দুপুর ১২টা ৫০ মিনিটে ৮ লাখ টাকা তুলেন। এরপর ওই ভাটার কর্মচারী প্রশান্ত সরকারের মোটরসাইকেলযোগে কামাল খানের গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ভগমানপুরে রওনা হন।


কামাল খান ও প্রশান্ত জানান, তাদের মোটরসাইকেলটি ঢাকা-আরিচা মহাসড়কের মাঝখানের লেন দিয়ে যাচ্ছিলেন। তারা শ্রীরামপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌছলে পেছন থেকে একটি প্রাইভেটকার তাদের মোটর সাইকেলটিকে চাপা দিয়ে ফেলে দেয়। এরপর প্রাইভেটকার থেকে কয়েকজন দুর্বৃত্ত কামাল খানের হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে মানিকগঞ্জের দিকে পালিয়ে যায়।


ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, টাকা ছিনিয়ে নেওয়ার কথা শুনেই দুপুর থেকেই পুলিশ অভিযান শুরু করেছে।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে ধামরাই-কালামপুর সড়কের ফুকুটিয়াব গ্রামের পূর্বপাশে অটোরিকশার গতিরোধ করে হাইয়েচ গাড়িতে দুর্বৃত্তরা (ডিবি পুলিশের কটি পরিহিত) তোলে নিয়ে যায় ফুকুটিয়া গ্রামের আরিফ হোসেনকে। আরিফ হোসেন ধামরাই বাজারে শাখা আইএফআইসি ব্যাংক ৬ লাখ ৫১ হাজার উত্তোলনে বাড়ি ফিরছিলেন। এ ঘটনায় থানায় মামলাও করা হয়েছে। কিন্তু পুলিশ এখনো টাকা উদ্ধার করতে পারেনি বলে জানান মামলার বাদি আরিফ হোসেন।  

এর আগে গত ২৭ মে  ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি বাসস্ট্যান্ড এলাকা থেকে র‌্যাব পরিচয় দিয়ে আব্দুল বারেক চৌধুরী বিল্টু নামে এক রড সিমেন্ট ব্যবসায়ীর কাছ থেকে ৩৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। কিন্তু গতকাল সোমবার পর্যন্ত ওই ছিনতাইকৃত টাকা উদ্ধার ও দুর্বৃত্তদের সনাক্ত করতে পারেনি বলে জানিয়েছেন ভুক্তভোগী বিল্টু চৌধুরী।

 

 


News Writer

SB

সর্বাধিক পঠিত