সোমবার, 28 জুলাই 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় গ্যাস সিলেন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ দম্পতি


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় গ্যাস সিলেন্ডারের লিকেজ থেকে গ্যাস বিস্ফোরণে মিন্টু (৩৫) ও ববিতা (৩০) নামে এক দম্পতি দগ্ধ হয়েছেন। পরে তাদের চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হয়েছে।


সোমবার (২৮ জুলাই) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেন। রোববার রাতে আশুলিয়ার জিরানী এলাকায় নজরুল ইসলামের মালিকাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। তারা সেখানে ভাড়া থাকেন। উভয়েই স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।


বাড়ির মালিক নজরুল ইসলাম  বলেন, মিন্টু ববিতা দম্পতি কারখানা থেকে রাতে বাসায় ফিরে। হঠাৎ রাত সাড়ে ৮টারদিকে তাদের রুম থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে তাদের দগ্ধ অবস্থায় দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরে চিকিৎসকের পরামর্শে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে বলে জানান তিনি।


জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, গ্যাস সিলেন্ডারের লিকেজ থেকে বিষ্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছে। তাদের মধ্যে মিন্টু ৬০ শতাংশ ও তার স্ত্রী ববিতা ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানান তিনি।
 

 


News Writer

SB

সর্বাধিক পঠিত