সোমবার, 28 জুলাই 2025
MENU
daily-fulki

সাভার থানায় ১ আগস্ট জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশের অনুমতি চেয়ে আবেদন


স্টাফ রিপোর্টার : সাভারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সমাবেশ ও জুলাই বিপ্লবের ডকুমেন্টারি প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সাভার থানা জামায়াতে ইসলামী একটি আনুষ্ঠানিক আবেদন করেছে।


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাভার থানা আমির মুহাম্মদ আব্দুল কাদের স্বাক্ষরিত আবেদনে কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।


২৮ জুলাই (রবিবার) সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেওয়া আবেদনে জানানো হয়।


এসময় সাংবাদিকদের আব্দুল কাদের বলেন, আগামী ১ আগস্ট, শুক্রবার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত সাভারের রেডিও কলোনি খেলার মাঠে শান্তিপূর্ণ কর্মী সমাবেশ ও জুলাই বিপ্লবের ডকুমেন্টারি প্রদর্শন ও সাংস্কৃতিক সন্ধ্যার পরিকল্পনা রয়েছে।
এছাড়াও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কর্মী সমাবেশে সাংগঠনিক আলোচনা এবং দোয়া মাহফিলে দেশ-জাতির কল্যাণ কামনা করা হবে। এতে স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ ও তৃণমূল পর্যায়ের কর্মীরা অংশ নেবেন। পুলিশের পক্ষ থেকে  আবেদন গ্রহণ করা হয়েছে এবং সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানেন তিনি। 


এসময় উপস্থিত ছিলেন, সাভার থানা জামায়াতের আমীর আব্দুল কাদের, সহকারী সেক্রেটারি আব্দুর রহমান, অফিস সম্পাদক কারীমুল মাওলা, সাভার সদর ইউনিয়ন প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
 

 


News Writer

SB

সর্বাধিক পঠিত