সোমবার, 28 জুলাই 2025
MENU
daily-fulki

লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ, সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

ফুলকি ডেস্ক : লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বুড়িমারীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সোমবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের ওয়ার্কশেডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় ও রেল বিভাগ সূত্রে জানা যায়, রাজধানী থেকে আসা ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনটি লালমনিরহাট স্টেশনে পৌঁছে যাত্রীদের নামিয়ে দেয়। এরপর ট্রেনটি পরিষ্কারের জন্য ওয়ার্কশেডের দিকে যাচ্ছিল। ঠিক তখনই বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৪৬১নং বুড়িমারী কমিউটার ট্রেনটি একই লাইনে লালমনিরহাট স্টেশনে প্রবেশ করছিল। এর ফলে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।

 

সংঘর্ষের তীব্রতায় যাত্রীবিহীন লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয় এবং রেললাইন সামান্য ক্ষতিগ্রস্ত হয়। বুড়িমারী কমিউটার ট্রেনে যাত্রীদের মধ্যে ৫ জন আহত হয়েছেন।

 

এ দুর্ঘটনার পর থেকে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে সব ধরনের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দুর্ঘটনাস্থলে আটকাপড়া বুড়িমারী কমিউটারের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তর লাইন মেরামত ও উদ্ধার কাজ শুরু করেছে।

 

ঘটনাস্থলে উপস্থিত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা আরএমবি বেনজির আহমেদ বলেন, যাত্রীদের হতাহতের কোনো ঘটনা ঘটেনি। নিরাপত্তাকর্মীরা যাত্রীদের নিরাপত্তা দিচ্ছে এবং উদ্ধার কাজও শুরু হয়েছে।

 

লালমনিরহাট রেলওয়ের লোকো দপ্তরের ডিএমই সাজিদ হাসান বলেন, রেল দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধার কাজ চলছে। কারও দায়িত্বের গাফিলতি থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


News Writer

SB

সর্বাধিক পঠিত