সোমবার, 28 জুলাই 2025
MENU
daily-fulki

গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধকারী একটি কারখানার শ্রমিকদের সরাতে ৩৩ রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়তে হয়েছে পুলিশকে। গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

এদিন সকালে সাড়ে ৬টা থেকে আরএকে সিরামিক কারখানার শ্রমিকরা ১০ দফা দাবি জানিয়ে সেখানে অবস্থান নেন। এ সময় উভয়পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ শ্রমিক আহত হন। অবরোধের কারণে প্রায় ২ ঘণ্টায় সড়কের দুই দিকে প্রায় ৬ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

 

বিক্ষোভকারী শ্রমিকদের ভাষ্য, গত জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত ইনক্রিমেন্টের টাকা বেতনের সঙ্গে পরিশোধ, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সঠিক পদে সঠিক কর্মচারী নিয়োগ, নতুন ও পুরোনো শ্রমিকদের বেতন কাঠামো সঠিকভাবে প্রণয়নসহ ১০টি দাবি নিয়ে তারা আন্দোলনে নেমেছেন। অন্য দাবির মধ্যে রয়েছে– সিভিলদের সর্বনিম্ন ৫০০ টাকা হাজিরা, দেড় হাজার টাকা হাজিরা বোনাস, আন্দোলনের পর কর্মস্থলে যোগদানের সময় কোনো কর্মচারী-শ্রমিককে বহিষ্কার বা চাকরিচ্যুত না করা। শেষের দাবিটি মানা না হলে পুনরায় আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
কয়েকজন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেক দিন ধরেই তারা কারখানা কর্তৃপক্ষের কাছে এসব দাবি জানিয়ে আসছেন। কিন্তু কোনো সমাধানে না আসায় আন্দোলনে নেমেছেন। 

তাদের অবরোধের সংবাদ পেয়ে শ্রীপুর থানা, শিল্প ও মাওনা হাইওয়ে পুলিশ মহাসড়ক থেকে সরে যেতে বলে। এ সময় শ্রমিকেরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে দুই ঘণ্টা পর সড়কে যানবাহন চলাচল শুরু হয়। 

নয়নপুরের বাসিন্দা আলাউদ্দিন জানান, শ্রমিকদের ওপর টিয়ারশেল ছোড়ার সময় তারা বাড়ির ভেতরে ছিলেন। এ সময় কিছু শ্রমিক দৌড়ে পালায়। ভয়ে  ইসরাফিল নামে এক শিশু জ্ঞান হারিয়ে ফেলে। ওই এলাকার বাবুল হোসেনের ভাষ্য, শ্রমিকরা সড়ক অবরোধ করলে শুরুতে তাদের বুঝিয়ে সরিয়ে দেয় পুলিশ। তবে কিছু শ্রমিক পুলিশের দিকে ইটপাটকেল ছুড়তে থাকেন। 

কারখানাটির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। শিগগিরই সমাধানের আশা করছেন।

শ্রমিকদের দাবি, পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ার সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিশুসহ ১০ জন শ্রমিক আহত হয়েছেন। তবে শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আহত হওয়ার কোনো তথ্য তাদের কাছে নেই। 

শ্রীপুর থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক বলেন, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে তারা টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করেন। দুই ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়। ঘটনাস্থল থেকে সাদ্দাম হেসেন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। 

গাজীপুর শিল্প পুলিশের সুপার (এসপি) মো. আল মামুন সিকদার বলেন, শ্রমিকদের মহাসড়ক থেকে সরাতে তাদের ৩৩ রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়তে হয়েছে। হতাহতের কোনো তথ্য তাদের কাছে নেই। 


News Writer

SB

সর্বাধিক পঠিত