সোমবার, 28 জুলাই 2025
MENU
daily-fulki

ময়মনসিংহে এনসিপির পদযাত্রা-সমাবেশ, প্রস্তুত মঞ্চ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা উপলক্ষে ময়মনসিংহ শহর এখন জনস্রোতে মুখরিত। জেলার বিভিন্ন উপজেলা থেকে ছাত্রজনতা শহরের কেন্দ্রে এসে জড়ো হতে শুরু করেছে। এতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে নগরজুড়ে। এছাড়া প্রস্তুত করা হয়েছে মঞ্চ। 

জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৫টায় টাউন হল প্রাঙ্গণে এই পদযাত্রার মূল বক্তব্য শুরু হবে। দেশ গড়তে জুলাই পদযাত্রা স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দীন পাটোয়ারী ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারাসহ এনসিপির শীর্ষ নেতারা। 

 

দুপুর আড়াইটায় কেন্দ্রীয় নেতারা ময়মনসিংহ নগরীর হোটেল মোস্তাফিজে এসে পৌঁছায়। দুপুরের খাবার শেষে তাদের শহীদ সাগর চত্বরে যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে তারা পদযাত্রার মাধ্যমে টাউন হল শহীদ মিনার চত্বরে নির্মিত মঞ্চে যাবেন।  

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রাক, মাইক্রোবাস, এবং ব্যক্তিগত যানবাহনে করে নেতাকর্মীরা ময়মনসিংহের দিকে রওনা দেন। পদযাত্রা শুরুর আগেই শহরের প্রধান সড়কগুলোতে ছাত্রজনতা অবস্থান নেয়। এনসিপির পতাকা, ফেস্টুন, ব্যানার এবং স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা শহর। নেতাকর্মীরা দেশাত্মবোধক গান গেয়ে এবং বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক আবুল বাশার বলেন, আমরা কিছুক্ষণ পরই আমাদের কেন্দ্রীয় কর্মসূচি শুরু করতে যাচ্ছি। আমাদের শীর্ষ নেতারা আপনাদের সামনে তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরবেন। এই কর্মসূচি কেবল একটি সভার মধ্যে সীমাবদ্ধ নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম।

এদিকে, মূল মঞ্চ প্রস্তুত করা হয়েছে টাউন হল প্রাঙ্গণে। সেখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়।

এনসিপির স্থানীয় নেতারা জানান, এই পদযাত্রা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারা আশা করছেন, এই কর্মসূচি দেশের সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গতি আনবে। 


News Writer

SB

সর্বাধিক পঠিত