রবিবার, 27 জুলাই 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।


রবিবার (২৭ জুলাই) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।


এর আগে শুক্রবার রাত প্রায় ৯টা ৫০ মিনিটে আশুলিয়ার ধামসোনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জামালপুরের দায়তলা এলাকার মজিহার মোল্লার ছেলে মোঃ নুরু (২০), শেরপুরের চইশাপুর এলাকার মৃত নুরুল ইসলাম জদুর ছেলে সেলিম হোসেন (২২) ও টাঙ্গাইলের বাসাইল এলাকার মৃত আব্দুর সাত্তারের ছেলে আওয়াল মিয়া (৫৬)।


ডিবি পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার ধামসোনা এলাকার কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে। পরে উক্তস্থানে অভিযান চালিয়ে ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।


ঢাকা জেলা উত্তর (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়াধীন।


 


News Writer

SB

সর্বাধিক পঠিত