রবিবার, 27 জুলাই 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় দুই কেজি গাঁজা’সহ নারী ব্যাবসায়ী গ্রেপ্তার


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় দুই কেজি গাঁজাসহ সোনিয়া আক্তার (৩৪) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 


রোববার (২৭ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। 
এর আগে, শনিবার রাত পৌনে ১০টারদিকে আশুলিয়ার জামগড়া ছয়তলা এনভয় কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়।


আটক সোনিয়া আক্তার শরিয়তপুর জেলার নড়িয়া থানার পান্ডিশাহ এলাকার মৃত রতন আলী খাঁ এর মেয়ে এবং মো. সানাউল্লাহর স্ত্রী। তিনি বর্তমানে রাজধানীর মিরপুর-১৩ শ্যামলপল্লী এলাকার বাসিন্দা।


আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, শনিবার রাত পৌনে ১০টারদিকে আশুলিয়ার জামগড়া ছয়তলা এনভয় কমপ্লেক্সের সামনে কতিপয় মাদক কারবারি গাঁজা ক্রয়-বিক্রয় করছেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনিয়া আক্তার নামে এক নারীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 


News Writer

SB

সর্বাধিক পঠিত