রবিবার, 27 জুলাই 2025
MENU
daily-fulki

মুন্সীগঞ্জ জেলা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু


মুমুন্সীগঞ্জ সংবাদদাতা : ন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন নান্নু (৬০)। রোববার (২৭ জুলাই) ভোরে বুকের ব্যথা শুরু হলে তাকে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়, তবে হাসপাতালে ভর্তি করানোর আগেই তার মৃত্যু হয়।

জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানান, সারোয়ার হোসেন নান্নু রাজনৈতিক মামলায় গ্রেফতারের পর ৫ মে থেকে কারাগারে ছিলেন। তিনি বলেন, “হাসপাতালে নেওয়ার সময় তার অবস্থাই সংকটাপন্ন ছিল। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও তাকে বাঁচানো যায়নি।”


হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউর রহমান জানান, “ভোর ৪টার কিছু আগে তাকে আনা হয়। আগেই হার্ট অ্যাটাক হয়েছিল। আমাদের হাতে সময় ছিল মাত্র কয়েক মিনিট।”

সারোয়ার হোসেন নান্নুর বিরুদ্ধে ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সহিংসতায় এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল বলে জানান মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম।

রাজনীতির পাশাপাশি স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনেও সক্রিয় ছিলেন নান্নু। তিনি মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। প্রখ্যাত চিত্রশিল্পী আব্দুল হাই তার শ্বশুর এবং কিংবদন্তি অভিনেতা টেলি সামাদ তার চাচা শ্বশুর।

উল্লেখযোগ্যভাবে, সারোয়ার হোসেন নান্নু সাবেক এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লবের আত্মীয় ছিলেন। ফয়সাল বিপ্লবও একই মামলায় কিছুদিন মুন্সীগঞ্জ কারাগারে ছিলেন, বর্তমানে তিনি ঢাকার কেন্দ্রীয় কারাগারে আছেন।

 

 


News Writer

sahadut

সর্বাধিক পঠিত