ফুলকি ডেস্ক : পাবনায় মসজিদ নিয়ে সংঘর্ষ: ১৪৪ ধারা জারি।
পাবনার বেড়া উপজেলায় মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মো. হাদিস মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে পৌছালে ফের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৫টি বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এসকল উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
আজ ২৭ জুলাই বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোরশেদুল ইসলাম এই আদেশ জারি করেন। এতে বলা হয় আজ ২৭ জুলাই সকাল ১০টা থেকে আগামিকাল ২৮ জুলাই সকাল ১০টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।