ফুলকি ডেস্ক : পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণ নিয়ে গ্রামবাসীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মসজিদও ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেড়া উপজেলার তারাপুরে গ্রামে দুটি মসজিদ রয়েছে। এর মধ্যে একটি পুরনো ও অপরটি নতুন মসজিদ নামে পরিচিত। গত কয়েকবছর আগে পুরনো মসজিদে মিলাদ মাহফিলে কিয়াম পড়া নিয়ে মতবিরোধ দেখা দেয়। সে সময় মসজিদের তৎকালীন ক্যাশিয়ার মতিনসহ একটি পক্ষ নতুন মসজিদ নির্মাণ করেন। সম্প্রতি এই নতুন মসজিদের বারান্দা নির্মাণের উদ্যোগ নেয়া হয়।
তারা আরও জানান, আজ শুক্রবার নতুন মসজিদের বারান্দা নির্মাণ করতে গেলে অপর একটি গ্রুপ তাতে বাঁধা দেয়। একপর্যায়ে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় নতুন মসজিদ ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান জানান, কিয়াম পড়া নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। আজ সকালে নতুন মসজিদের বারান্দা তৈরির সময় তাদের মধ্যে সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।