শনিবার, 26 জুলাই 2025
MENU
daily-fulki

বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়াবে বিএনপি

ফুলকি ডেস্ক : রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াবে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এ বিষয়ে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।

বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংগঠনিক সভা হয়। এতে বেশ কিছু সিদ্ধান্ত ও নির্দেশনা গৃহীত হয়।

বৈঠকে উত্তরার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার অঙ্গীকারের সিদ্ধান্ত নেয় বিএনপি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ইতোমধ্যে সিনিয়র নেতারা নিহতদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শুরু করেছেন। এ সময় নিহতদের পরিবারকে সহমর্মিতা জানানোর পাশাপাশি তাদের পাশে থাকার প্রতিশ্রুতির কথা জানাবেন নেতারা।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩২ জন, আহত হয়েছেন শতাধিক।


News Writer

SB

সর্বাধিক পঠিত