স্টাফ রিপোর্টার : সাভারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার পৌরসভা শাখার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ ২৫ জুলাই (শুক্রবার) সকাল সাড়ে ৬ টায় শুরু হয়ে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত থানা রোডের মামুন কমিউনিটি সেন্টার মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার মজলিসে শুরা সদস্য ও সাভার পৌরসভার আমীর মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ও পৌর সেক্রেটারি আব্দুস সালামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলার আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী এই মুহূর্তে ক্ষমতায় আসলে দেশে শান্তি ফিরে আসবে, দেশের মানুষ নিরাপদে থাকবে। যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দেশের মানুষ একটি সুখী সমৃদ্ধশালী সমাজ পাবে। আর সে কারণেই এই মুহূর্তে জামায়াতে ইসলামীর প্রতি মানুষের আস্থাটা বেশি।’
বিশেষ অতিথির বক্তব্যে জেলার রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌর মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার বলেন, ‘আমরা আশা করি বর্তমান সরকার সংস্কার কাজ সম্পন্ন করেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিবেন। আর যদি ব্যতিক্রম কিছু হয় প্রয়োজনে ৭ দফা দাবী আদায়ে জামায়াত যেকোনো ধরনের ত্যাগ শিকার করতে প্রস্তুত। ২৪ এর জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমরা প্রত্যাশা করি। স্বাধীনতার আগে ২৪ বছর এবং স্বাধীনতার পর ৫৪ বছরের ইতিহাসে বাংলাদেশের সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। ফলে মানুষের ভাগ্যেরও কোনো পরিবর্তন হয়নি। জনগণের কল্যাণে আসবে এমন পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে জামায়াত। বাংলাদেশকে একটি আদর্শ কল্যাণ রাষ্ট্র হিসেবে দেখতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিমধ্যে দশটি সংস্কার প্রস্তাব জাতির সামনে পেশ করেছে।
এছাড়াও সম্মেলনে আরও বক্তব্য রাখেন ঢাকা জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন, জেলা কমপরিষদ সদস্য মো. লুৎফর রহমান প্রমুখ।
সম্মেলনে সাভার পৌর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মনসুর আলী, অর্থ সম্পাদক আবুল বাশারসহ পুরুষ রুকন ও পর্দার আড়ালে নারী রুকনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।