শুক্রবার, 25 জুলাই 2025
MENU
daily-fulki

সিলেটে এনসিপির পদযাত্রা ও সমাবেশ শুক্রবার, পর্যবেক্ষণে রাজনৈতিক দলগুলো

ফুলকি ডেস্ক : সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পদযাত্রা ও সমাবেশ করবে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। আগামীকাল শুক্রবারের এ কর্মসূচিতে উপস্থিত থাকবেন দলটির কেন্দ্রীয় নেতারা। এ নিয়ে নিয়ে ব্যস্ত সময় পার করছেন সিলেটের এনসিপি নেতাকর্মীরা। সমাবেশ নিয়ে আগ্রহ দেখা গেছে সাধারণ মানুষসহ রাজনৈতিক দলগুলোর মধ্যে। রাজনৈতিক দলের নেতারা বলছেন, পর্যবেক্ষণে আছি। 

এদিকে সমাবেশ ঘিরে প্রশাসন পক্ষ থেকেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

 

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শুক্রবার সিলেটে পদযাত্রা ও সমাবেশ করবে এনসিপি। সমাবেশ সফলে গত কয়েকদিন ধরে বিরামহীন প্রচার চালাচ্ছেন এনসিপির সিলেটের নেতারা। ইতোমধ্যে প্রশাসনে নিরাপত্তার আবেদন করেছে দলটি। সমাবেশ সফলে জেলা প্রশাসকের দপ্তরে ম্যাজিস্ট্রেট মোতায়েন করার ও আবেদন করা হয়েছে। নগরীজুড়ে সাটানো হয়েছে পোস্টার। গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্মাণ করা হয়েছে তোরণ। এছাড়া নগরীজুড়ে বিলি করা হচ্ছে প্রচারপত্র।

এনসিপি সূত্রে জানা গেছে, বিকেল ৫ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তারা জমায়েত হয়ে পদযাত্রা শুরু করবে। পদযাত্রাটি সুবিদবাজার, রিকাবীবাজার, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা, বন্দরবাজার ও জিন্দাবাজার হয়ে আবার শহীদ মিনারে সমাবেশে যোগ দেবে। সেখানে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।

এতে উপস্থিত থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

সিলেট জেলা সমন্বয়কারী নাজিম উদ্দিন সাহান বলেন, সমাবেশ সফল করতে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়েছি। সিলেটের সব উপজেলায়ও প্রচার চালানো হয়েছে। আমরা আশাবাদী, এই সিলেটে থেকে এনসিপির নবযাত্রা শুরু হবে। 

মহানগর প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, ইতিমধ্যে পদযাত্রা ও সমাবেশ সফলে বিএনপি, জামায়াত, খেলাফত মজলিশ, ইমাম সমিতিসহ সিলেটের সর্বস্তরের লোকজনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সবাই আমাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমার মনে হয়, সিলেট হবে এনসিপির একটি দৃষ্টান্ত।

এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, আমাদের পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে। এ নিয়ে উৎকণ্ঠার কিছু নেই।

নাম প্রকাশ না করে জেলা বিএনপির এক নেতা  বলেন, এনসিপি প্রোগ্রাম করবে; এটা তাদের রাজনৈতিক অধিকার। সিলেটে সব সময় রাজনৈতিক সহাবস্থান আছে। নতুন দল হিসেবে তারা সিলেট আসছে; এটি রাজনীতির জন্য ভাল একটি লক্ষণ। তাদের কার্যক্রম আমরা এখনো পর্যবেক্ষণে আছি বলেও জানান এই নেতা।

এ ব্যাপারে ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মণীষা ওয়াহিদ বলেন, এনসিপি কর্মসূচি পালন করবে এটা তাদের রাজনৈতিক অধিকার। এমনকি জুলাই আন্দোলন নিয়ে আমাদের কোনো মতভেদ নেই। কিন্তু কর্তৃত্ববাদের প্রবণতা এই দলে দেখা গেছে। জুলাই গণঅভ্যুত্থান শুধু এনসিপির না। এটা চেয়েছিল পুরো দেশের মানুষ। অথচ বিগত আওয়ামী সরকার যেভাবে মুক্তিযোদ্ধাদের আলাদা করতে চেয়েছিল তারাও সেভাবে এগুচ্ছে, এটি খুবই দুঃখজনক।


News Writer

SB

সর্বাধিক পঠিত