রাঙামাটি সংবাদদাতা : ভারিবর্ষণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকের সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। এতে সাজেক পর্যটন কেন্দ্রে ঘুরতে যাওয়া ৪ শতাধিক পর্যটক আটকা পড়েছেন বলে জানান স্থানীয়রা।
জানা গেছে, বুধবার রাতে প্রবল বৃষ্টি হলে বাঘাইহাট-সাজেক সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী, চম্পকনগরসহ বিভিন্ন স্থানে পাহাড় ধস হয়। ফলে বৃহস্পতিবার সকাল থেকে সড়কটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে খাগড়াছড়ির সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় ফায়ার সার্ভিসের লোকজন, সেনাবাহিনী ও বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে সড়কে পাহাড় ধসের মাটি অপসারণের কাজ চলছে। দ্রুত কাজ শেষ করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানান সংশ্লিষ্টরা।
সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, বাঘাইহাট-সাজেক সড়কের তিনটি স্থানে পাহাড় ধসে অনেক বড় আকারের পাথর, মাটি ও গাছপালা উপড়ে পড়েছে। স্থানীয়রা মাটি সরানোর কাজ করছেন। তবে ভারি যন্ত্রপাতি ও বুলডোজার ছাড়া এসব পাথর ও গাছপালা সরানো সম্ভব হবে না।
ফোনে যোগাযোগ করা হলে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, বুধবার রাতে ওই এলাকায় ভারি বর্ষণ হয়েছে। এতে সাজেক সড়কের কয়েক স্থানে পাহাড় ধসের ফলে সাজেকের সঙ্গে বাঘাইছড়ি ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে সাজেকে ঘুরতে যাওয়া প্রায় ৪ শতাধিক পর্যটক আটকা পড়েছেন বলে তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকাল থেকে দীঘিনালা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বাঘাছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে সড়কের মাটি অপসারণের কাজ চলছে; কিন্তু বড় বড় পাথরগুলো ও গাছপালা সারানোর সম্ভব না হওয়ায় পরে বুলডোজার পাঠানো হয়েছে। বুলডোজার দিয়ে কাজ চলছে। দ্রুত সড়কটি যান চলাচলে উপযোগী হয়ে যাবে। বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।