স্টাফ রিপোর্টার : আগামী জাতীয় নির্বাচনে ৩৬টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে প্রথম ধাপে এসব প্রার্থী ঘোষণা করে দলটি।
৩৬ আসনের বিষয়টি গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সমস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ নিশ্চিত করেছেন।
তার দেওয়া তথ্য অনুযায়ী, দলের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩, সধারণ সম্পাদক মো. রাশেদ খান ঝিনাইদহ-২, সহসভাপতি ফারুক হাসান ঠাকুরগাঁও-২, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন নেত্রকোনা-২ আসেন নির্বাচন করবেন।
এ ছাড়া আবু হানিফ কিশোরগঞ্জ-১, উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান টাঙ্গাইল-২, উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব রংপুর-১, উচ্চতর পরিষদ সদস্য শহিদুল ইসলাম ফাহিম পটুয়াখালী-১, আব্দুজ জাহের নোয়াখালী-৪, অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী (উচ্চতর পরিষদ সদস্য) কুড়িগ্রাম-৩, অ্যাড. আশরাফুল বারী নোমান (উচ্চতর পরিষদ সদস্য) হবিগঞ্জ-৩, অ্যাড. খালিদ হাসেন (উচ্চতর পরিষদ সদস্য) খুলনা-৫, আবদুর রহমান গাজীপুর-২, কবীর হোসেন (উচ্চতর পরিষদ সদস্য) টাঙ্গাইল-৬, সহসভাপতি গোলাম সরওয়ার খান জুয়েল পাবনা-২ আসনে নির্বাচন করবেন।