শুক্রবার, 25 জুলাই 2025
MENU
daily-fulki

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: আসিফ মাহমুদ

ফুলকি ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত এ সংক্রান্ত ৪টি আইনের সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

অনুমোদিত সংশোধনীর বিষয়ে বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেন স্থানীয় সরকার উপদেষ্টা। লেখেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজ উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত ৪টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।’

 

এর আগে ২০১৫ সালের নভেম্বরে নিবন্ধিত রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য ইউনিয়ন পরিষদ, উপজেলা ও সিটি করপোরেশন আইন সংশোধনের প্রস্তাব সংসদে পাস হয়। এর ফলে এসব নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করে প্রার্থী হওয়ার সুযোগ তৈরি হয়। 

তবে ৫ আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিপক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে। গত ডিসেম্বরে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদও জানিয়েছিলেন, স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার না করার পক্ষে বেশি মত এসেছে।


News Writer

SB

সর্বাধিক পঠিত