বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের, আহত ২০

ফুলকি ডেস্ক : ফরিদপুরের করিমপুর দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় বাসের ২০ জন হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর-মাগুরা মহাসড়কে সদর উপজেলার কানাইপুরের করিমপুরে এ দুর্ঘটনা ঘটে। 

করিমপুর হাইওয়ে থানার ওসি চৌধুরী সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে তিনজন নিহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে। 

হাইওয়ে থানা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন জানান, ফরিদপুরের করিমপুর এলাকায় সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনা ঘটে। ধারণ করা হচ্ছে, লোকাল বাসের গতি বেশি থাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

সর্বাধিক পঠিত