স্পোর্টস রিপোর্টার : ১৫ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতেই খাঁদের কিনারায় পাকিস্তান। ৪৭ রানে পড়লো ৭ উইকেট। এরপর একা হাতে শেষ পর্যন্ত লড়লেন ফাহিম আশরাফ। তাকে যথেষ্ট সঙ্গ দিলেন অভিষিক্ত ড্যানিয়েল। শেষ দুই ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ২৮ রান। ১৯তম ওভারের প্রথম ৫ বল থেকে ১৫ রান, তবে শেষ বলে আউট করেন রিশাদ হোসেন। শেষ ওভারে সমীকরণ ছিল ১৩ রানের, প্রথম বলেই ৪ হজম করেন মোস্তাফিজুর রহমান। তবে পরের বলেই তাকে আউট করে বাংলাদেশকে রোমাঞ্চকর সিরিজ জয় এনে দেন এই বাঁহাতি পেসার। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদ, পাওয়ার প্লের মধ্যেই নেই ৪ উইকেট। এরপর প্রথমে শেখ মেহেদীকে নিয়ে ও শেষে একাই লড়লেন জাকের আলী। শেষ পর্যন্ত জাকের ফিফটিতেই মাঝারি সংগ্রহ পায় বাংলাদেশ। তবে সেটাই পাকিস্তানি ব্যাটারদের জন্য আকাশ সমান বানিয়ে ফেলেন টাইগারারা। শেষদিকে ফাহিম আশরাফ ও মোহাম্মদ আব্বাস লড়াই করলেও সেটা শুধু হারের ব্যবধান কমিয়েছে।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে রানে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাটিং করা টাইগারদের ১৩৩ রানের জবাবে ১২৫ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে লিটন কুমার দাসের দল। একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটাই প্রথম সিরিজ জয় টাইগারদের।
পাওয়ার প্লেতে দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ পাকিস্তানের
পাওয়ার প্লেতে নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ পেলো পাকিস্তান। বাংলাদেশি বোলারদের তোপের মুখে ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭ রান তুলেছে। টি-টোয়েন্টিতে এর আগে পাওয়ার প্লেতে পাকিস্তানের সর্বনিম্ন সংগ্রহ ছিল ১৩ রান। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ঢাকাতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে এই রান তোলে দলটি।
১৫ রানে ৫ উইকেট নেই পাকিস্তানের
১৩৩ রান ডিফেন্ড করতে নেমে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ১৫ রানেই পাকিস্তানের ৫ উইকেট তুলে নিয়েছেন টাইগার বোলাররা। দুটো করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
জাকেরের ফিফটিতে ১৩৩ রানে থামলো বাংলাদেশের ইনিংস
টস হেরে আজ ব্যাটিংয়ে নেমেই শুরু থেকেই নিয়মিত উইকেট হারিয়েছে বাংলাদেশ। পাওয়ার প্লের ৬ ওভারের মধ্যেই ৪ ব্যাটার ফেরেন ড্রেসিংরুমে। আগের ম্যাচের ম্যাচসেরা পারভেজ হোসেন ইমনও আজ ব্যর্থ হয়েছেন। এরপর জাকের আলি এবং শেখ মাহেদি হাসানের জুটির ওপর ভর করে অনেকটা ধকল এড়াতে সক্ষম হয় বাংলাদেশ। তবে দলীয় ৮১ রানে মাহেদি হাসান ফিরলে একাই ইনিংসের হাল ধরেন জাকের আলি অনিক। ৪৮ বলে ৫৫ রান করেন জাকের।
ব্যাটিং বিপর্যয়ের মুখে বাংলাদেশ
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাচ্ছে বাংলাদেশ। পাওয়ার প্লের ৬ ওভারের মধ্যেই ৪ ব্যাটার ফিরেছেন ড্রেসিংরুমে। আগের ম্যাচের ম্যাচসেরা পারভেজ হোসেন ইমনও আজ ব্যর্থ। ৭ ওভারে ৪ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৩৫ রান।
অধিনায়ক লিটনের পর ফিরলেন হৃদয়ও, বাংলাদেশের সংগ্রহ ২৫/৩
মাত্র ৩ বলের ব্যবধানেই দুই উইকেট খোয়ালো বাংলাদেশ। সালমান মির্জার ওভারে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে হাসান নেওয়াজের কাছে ক্যাচ আউট হন অধিনায়ক লিটন দাস। ৯ বলে ১ চারে ৮ রান করেন লিটন। একই ওভারে সালমান আগার থ্রো করা বলে রান আউট হলেন তাওহীদ হৃদয়।
৩ রানে ফিরলেন নাঈম শেখ
একাদশে তানজিদ তামিমের পরিবর্তে নেমেছিলেন আরেক বাঁহাতি ওপেনার নাঈম শেখ। তবে ম্যাচে নিজেকে মেলে ধরতে পারলেন না তিনি। পেসার ফাহিম আশরাফের বলে নাঈম ফিরলেন ৭ বলে মাত্র ৩ রান করে। ক্রিজে নেমেছেন ক্যাপ্টেন লিটন কুমার দাস। দুই ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭/১
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
দ্বিতীয় ম্যাচে টস হারলেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান ক্যাপ্টেন সালমান আলি আগা। আজকের ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন এনেছে বাংলাদেশ। তানজিদ তামিম এবং তাসকিন আহমেদের পরিবর্তে দলে ঢুকেছেন নাঈম শেখ ও শরিফুল ইসলাম।
সিরিজের প্রথম ম্যাচে টস জিতে লিটনও আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। সে ম্যাচে বড় ব্যবধানে জয়ের দেখা পায় বাংলাদেশ।