বুধবার, 23 জুলাই 2025
MENU
daily-fulki

ধামরাইয়ে লেবু বাগানে চাষ হচ্ছিল গাঁজা, যুবক আটক


ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে একটি লেবু বাগানে থেকে দুইটি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। এসময় আটক করা হয় বাগান মালিক এরশাদকে (৩৫)। 


মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার কুশুরা ইউনিয়নের কান্টাহাটি এলাকা থেকে গাছগুলো জব্দ হয়। আটক এরশাদ একই এলাকার ইমান আলীর ছেলে।


পুলিশ জানায়, লেবু বাগানের ভেতরে দুইটি গাঁজার গাছ ছিল। পুলিশ বাগানের ভেতর থেকে গাছ দুটি উপড়ে ফেলে। গাছগুলো থানায় নিয়ে ধ্বংস করা হবে। এ ঘটনায় এরশাদ নামে একজনকে আটক করা হয়েছে। 
ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, “ধামরাই থানা এলাকায় মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। কুশুরা বিট অফিসার এসআই জিয়াউর রহমান গোপন মাধ্যমে জানতে পারেন, কান্টাহাটি এলাকায় এরশাদ নামে এক ব্যক্তি নিজের লেবু বাগানে গাঁজা চাষ করছেন।” 


তিনি বলেন, “ মঙ্গলবার দুপুরে লেবু বাগানের ভেতরে অভিযান চালিয়ে গাঁজা গাছ দুইটি উপড়ে ফেলা হয়। গাছগুলো ধ্বংস করা হবে। এরশাদকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।”
 

 


News Writer

SB

সর্বাধিক পঠিত