ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে একটি বাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাতকে আটক করে এলাকাবাসী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
আটকরা হলেন, মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার লিমন হোসেন, ইমন হোসেন, মেহেদী হাসান, চঞ্চল মিয়া, জাকির হোসেন, সেলিম মিয়া, মান্নান বেপারী ও সাইদুর রহমান। এ সময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, দুইটি রাম দা, একটি চাপাতি ও কাঠের কুড়াল উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে সুয়াপুর ইউনিয়নের পাকিস্তান বাজারে।
পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার রাতে সূয়াপুর ইউনিয়নের করিম-কাইয়ূম-তারা বাজারে (সাবেক নাম পাকিস্তান বাজার) ডাকাতির প্রস্তুতিকালে ৮ জনকে এলাকাবাসী আটক করে। এ সময় তাদের কাছ থেকে ধারালো দেশীয় অস্ত্র পাওয়া যায়। পরে গণধোলাই দিয়ে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাতকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতি নেওয়ার কথা স্বীকার করেছে বলে জানান ওসি।