বুধবার, 23 জুলাই 2025
MENU
daily-fulki

সাভারে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ প্রার্থনা ও ভাগবত পাঠ


স্টাফ রিপোর্টার : উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় সাভারে আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনা সভা ও ভাগবত পাঠ।


সোমবার সন্ধ্যায় সাভারের নামাবাজার ঘোষপাড়া শ্রী শ্রী গোপাল জিউ বিগ্রহ আখড়ায় এই প্রার্থনা সভার আয়োজন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক উত্তম ঘোষ।


প্রার্থনায় ভাগবত পাঠ পরিচালনা করেন শ্রীমান বনমালী কৃষ্ণদাস। এতে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং সকলে নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করেন।


আয়োজক উত্তম ঘোষ বলেন, একটি হৃদয়বিদারক ঘটনায় আমরা আমাদের ভবিষ্যৎ নির্মাতা শিক্ষার্থীদের হারিয়েছি। তাদের আত্মার শান্তি এবং আহতদের সুস্থতা কামনায় আমরা শ্রীবিগ্রহের চরণে প্রার্থনা করেছি।


তিনি বলেন, এই দুর্ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির জন্যই এক অপূরণীয় ক্ষতি। তাই সর্বস্তরের মানুষের উচিত এমন বিপদের সময় ঐক্যবদ্ধ হয়ে পাশে দাঁড়ানো।


প্রার্থনা শেষে নিহতদের স্মরণে মঙ্গল প্রদীপ জ্বালানো হয় এবং আহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে বিশেষ পূজা অর্চনারও আয়োজন করা হয়।
 


News Writer

SB

সর্বাধিক পঠিত