বুধবার, 23 জুলাই 2025
MENU
daily-fulki

বিভীষিকাময় বাইশে জুলাই

ফুলকি ডেস্ক : আজ বিভীষিকাময় বাইশে জুলাই। কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ সারাদেশ ছিল প্রায় অচল। মোবাইল ইন্টারনেট বন্ধ। এদিন দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষে অন্তত ৩১ জন নিহত হয়।

এই আন্দোলনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাভার পৌর ছাত্রদল কর্মী তাজ খান নাইম।

আন্দোলনে তার এই ভূমিকাই তার জীবনের হুমকি হয়ে দাড়ায় গত বছরের ঠিক এই দিনে। এই রেশ ধরে বিগত ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী ও আওয়ামী দোশরেরা তাজ খান নাইমকে খুজতে তার বাড়ীতে যায়। বাড়ীতে গিয়ে তাকে না পেয়ে বাসার সমস্ত জিনিসপত্র ভাংচুর করেন। এতে তার বয়স্ক দাদী বাধা প্রদান করলে। তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

তাজ খান নাইম একজন শিক্ষিত, চৌকস, সাহসী ছাত্রদলের কর্মী। তিনি দলের চরম দূঃসময়ে যখন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় ছিল সেই সময়ও তিনি ছাত্রদলের সকল মিছিল-মিটিংয়ে অংশ গ্রহন করতেন। তার অতিতের রাজনীতি থেলে আরও জানা যায়, তিনি এমন এক বাবার সন্তান যিনি বিএনপি করার জন্য বার বার জেল- জুলুমের স্বীকার হয়েছেন। 

তাজ খান নাইম তার বাবাকে আইডল মেনে ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত।

এমন নেক্কার জনক ঘটনার তীব্র নিন্দা জানাই।


News Writer

SB

সর্বাধিক পঠিত