মঙ্গলবার, 22 জুলাই 2025
MENU
daily-fulki

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া গুলি সন্ত্রাসীদের ‘টর্চার সেলে’


চট্টগ্রাম সংবাদদাতা : চাঁদাবাজির আধিপত্য নিয়ে চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় দুপক্ষের গোলাগুলির পর জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনী। অভিযানের এক পর্যায়ে বেশ কিছু দেশি অস্ত্র, গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে থানা থেকে লুট হওয়া গুলি ও গুলির খোসা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-পুলিশ। 
সোমবার (২১ জুলাই) রাতে নগরের চান্দগাঁও বহদ্দারহাট কাঁচাবাজার এলাকার একটি ভবনের তৃতীয় তলার একটি বাসায় অভিযান চালিয়ে এসব উদ্ধার হয়। পাশপাশি গোলাগুলির ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার সন্ধ্যায় চাঁদাবাজির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ১১ ব্যক্তি ‘সন্ত্রাসী’ শহিদুল ইসলাম ওরফে বুইসার সহযোগী। যে বাসা থেকে গুলি ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে, সেটিকে তাঁরা ‘টর্চার সেল’ হিসেবে ব্যবহার করতেন।

এর আগে নগরের ডবলমুরিং-পাহাড়তলীসহ বিভিন্ন এলাকায় থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার হয়। এ সময় পুলিশ জানায়, এগুলো ছিনতাই ও ডাকাতিতে ব্যবহৃত হচ্ছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সারা দেশের মতো চট্টগ্রামের বিভিন্ন থানায় অস্ত্র-গুলি লুটের ঘটনা ঘটে।


গ্রেপ্তার ১১ জন হলেন বোরহান উদ্দিন, মোহাম্মদ মারুফ, আল আমিন, মিজানুর রহমান, রোকন উদ্দিন, আলী আহাম্মদ, শান্ত মজুমদার, মো. অন্তর, বিরো পাল, মোহাম্মদ রাহাত ও মোহাম্মদ ফরহাদ।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন রাতে গণমাধ্যমকে বলেন, সোমবার সন্ধ্যায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জামিনে থাকা সন্ত্রাসী ইসমাইল হোসেন ওরফে টেম্পো ও শহিদুল ইসলাম ওরফে বুইসার বাহিনীর মধ্যে গোলাগুলি হয়। এ সময় কেউ হতাহত হননি। পরে পুলিশ অভিযান চালিয়ে বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় সন্ত্রাসী শহিদুল ইসলামের একটি আস্তানার সন্ধান পায়। সেখানে থানা থেকে লুট হওয়া দুটি গুলি ও গুলির খোসা পাওয়া গেছে।

ওসি আরও বলেন, আস্তানাটিকে টর্চার সেল হিসেবে ব্যবহার করা হতো। যারা এসব সন্ত্রাসীর চাহিদামতো চাঁদা কিংবা টাকা দিতেন না, তাদের সেখানে নিয়ে নির্যাতন করা হতো। আস্তানায় প্লায়ার্স, রামদা, সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।

পুলিশের সঙ্গে অভিযানে ছিল র‍্যাব-৭–এর একটি দল। র‍্যাব চট্টগ্রামের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। তাদের অন্য সহযোগীদের ধরতে পুলিশের অভিযান চলছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক দোকানদার বলেন, বহদ্দারহাট কাঁচাবাজার এলাকার ভবনটির তৃতীয় তলায় মাঝেমধ্যে কান্নার শব্দ পেতেন তারা। তবে ভয়ে কাউকে কিছু বলতেন না। 
 


News Writer

SB

সর্বাধিক পঠিত