মঙ্গলবার, 22 জুলাই 2025
MENU
daily-fulki

মাইলস্টোন পরিদর্শনে উপদেষ্টা, শিক্ষার্থীদের বিক্ষোভ

ফুলকি ডেক্স : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন আইন বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ সময় তাকে দেখে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনাকবলিত হায়দার আলী ভবন পরিদর্শন শেষে বের হওয়ার সময় উপদেষ্টা আসিফ নজরুলের পথরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় তাকে লক্ষ্য করে শিক্ষার্থীরা ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দেন।

পরে আইনউপদেষ্টা মাইলস্টোনের ভবন-৫ এ যান। সেখানে বৈঠকে বসেছেন। আর শিক্ষার্থীরা বাইরে বিক্ষোভ করছেন।

নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা, শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ, বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালুসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন।


News Writer

SB

সর্বাধিক পঠিত