মঙ্গলবার, 22 জুলাই 2025
MENU
daily-fulki

মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

ফুলকি ডেক্স : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায়  মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রাত ৩টার দিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা।


তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের 
জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ এ তথ্য জানান।

 

সূচি অনুযায়ী মঙ্গলবার রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয়পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।  

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।  

এদিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সোমবার দুপুরে বিমান বিধ্বস্ত হয়ে সবশেষ খবর পাওয়া পর্যন্ত ২০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

শোক ঘোষণার পরও পরীক্ষা স্থগিতের ঘোষণা না আসায় ক্ষুব্ধ ছিলেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। কয়েকটি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জনের সিদ্ধান্তও জানান। শেষ পর্যন্ত পরীক্ষা স্থগিতের ঘোষণা এলো।


News Writer

SB

সর্বাধিক পঠিত