ফুলকি ডেক্স : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন মারা গেছেন এবং ৫০ জন আহত হয়েছেন।
সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক মুহাম্মদ জাহেদ কামাল।
এদিক দুর্ঘটনায় আহতদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বিকেল ৫টার দিকে আহতদের দেখতে তিনি বার্ন ইনস্টিটিউটের ৫২০ নম্বর রুমে প্রবেশ করেন।
এসময় তিনি বলেন, এটা আকস্মিক একটা দুর্ঘটনা। সবচেয়ে দুঃখজনক হচ্ছে, আহতদের সবাই খুব ছোট ছোট বাচ্চা। স্কুলের উপরে বিমান প্রশিক্ষণ কেন এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি এ ব্যাপারে এক্সপার্ট না।