বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

ফেনীতে এনসিপির জুলাই পদযাত্রা, সমাবেশ প্রতিহতের গুজব ছড়ানোর শাস্তি দাবি বিএনপির

ফুলকি ডেক্স : ফেনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা উপলক্ষ্যে আজ সোমবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ও মহিপালে পথসভা করবে দলটি। পাশাপাশি শহরের বিভিন্ন সড়কে পদযাত্রা করবে দলটির নেতাকর্মীরা। এ উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পদযাত্রা সফল করতে জেলাশহর ছাড়াও উপজেলা সদরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন এনসিপির নেতাকর্মীরা।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় সূত্র জানায়, আজ সোমবার সকালে এনসিপির নেতারা খাগড়াছড়িতে পদযাত্রা শেষে একটি পথসভা করবে। পথসভা শেষ করে দুপুরেই ফেনীর উদ্দেশ্যে রওনা হবেন। বিকেল ৫টায় বারৈয়ারহাট-লালপোল হয়ে ফেনীতে প্রবেশ করবেন এনসিপির নেতারা। এরপর তারা সরাসরি ফেনীর ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত পথসভায় যোগ দেবেন। সেখান থেকে পদযাত্রা করতে করতে মহিপালের উদ্দেশ্য যাবেন। একটি পথসভায় যোগ দেবেন। পরবর্তীতে সার্কিট হাউজে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ শেষে তারা নোয়াখালীর উদ্দেশ্য রওনা দেবেন।

 

পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জুলাই গণঅভ্যুত্থানের একদফা ঘোষক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান বক্তা থাকবেন দলের সদস্যসচিব আখতার হোসেন। এতে বিশেষ অতিথি থাকবেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনীম জারা ও নাহিদা সারোয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী, কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়েরসহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলার নেতারা। সমাবেশে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতরা উপস্থিত থাকবেন।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী বলেন, ইতোমধ্যে জেলা প্রশাসনের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। প্রশাসন কেন্দ্রীয় নেতাদের নিরাপত্তায় সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের আশ্বাস দিয়েছেন। এছাড়া ফেনীর বন্যার টাকা নিয়ে প্রশ্ন আসতে পারে। কারণ, ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এসব বিষয়ে আমরা সতর্ক থাকব। অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের শুভ কামনা জানিয়েছেন। সব মিলিয়ে নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত আমরা শঙ্কিত নই।

এ উপলক্ষ্যে ১৯ জুলাই বিকেলে এক সংবাদ সম্মেলন করেন এনসিপির নেতাকর্মীরা। এ সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী, কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের, ফেনী জেলার সংগঠক শাহ ওয়ালী উল্ল্যাহ মানিক, আবদুল্লাহ আল জোবায়ের, মুহাইমিন তাজিম, ওমর ফারুক ও আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে এনসিপির সমাবেশ নিয়ে একটি মহল ফেসবুকের মাধ্যমে গুজব ছড়াচ্ছে। যারা গুজব ছড়াচ্ছে তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে বিএনপি।

এনসিপির সমাবেশ বিষয়ে ফেনী জেলা ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিন মামুন ও মোরশেদ আলম মিলন জানান, ফেনীতে এনসিপির সভা সমাবেশ নিয়ে সংঘাতময় ও উসকানিমূলক বক্তব্য ফেসবুকে স্ট্যাটাস যারা দিচ্ছেন; তাদের সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো যোগসাজশ নেই। এনসিপি ফেনীতে সভা, সমাবেশ ও পদযাত্রার দিন জাতীয়তাবাদী ছাত্রদলের কোন কর্মসূচি নেই। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে ছাত্রদলের সাথে সংঘাতময় পরিস্থিতির ষড়যন্ত্র করছে। বিভ্রান্তকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের কাছে দাবি জানাই।

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্যসচিব আলাল উদ্দিন আলাল ২০ জুলাই বিকেলে বিএনপি মিডিয়া সেলে এক প্রেস রিলিজের মাধ্যমে ফেনীতে এনসিপির সমাবেশের বিষয়ে সাংবাদিকদের বিএনপির অবস্থানের কথা স্পষ্ট করেন। তারা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে গুজব ছড়ানো হচ্ছে সোমবার ফেনীতে এনসিপির সমাবেশ প্রতিহত করা হবে। এটার সঙ্গে ফেনী জেলা বিএনপির কোন সম্পৃক্ততা নেই। এসব গুজব যারা ছড়াচ্ছে; আমরা দ্রুত তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমাদের ধারণা, এরা ফ্যাসিস্টদের দোসর, মিথ্যা গুজব ছড়িয়ে শান্ত ফেনীকে অশান্ত করার পাঁয়তারা করছে। বিএনপি কখনোই কারও সমাবেশ প্রতিহত করার ঘোষণা দেয়নি। ফেনী জেলা বিএনপি ও সব অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কেউ যদি এ ব্যাপারে কোন উসকানিমূলক মতামত দেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেনী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ফেনীতে এনসিপির জুলাই পদযাত্রা উসকানিমূলক সব ধরনের উসকানিমূলক গ্রহণ করা হয়েছে। সমাবেশ যেন সুন্দরভাবে করতে পারে; সে ব্যাপারে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। রাজনৈতিক দলের নেতারাও সহযোগিতা করবেন বলেছেন। তারপরও আমরা আমাদের সিকিউরিটি ব্যবস্থা গ্রহণ করেছি।

ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে; সবার সঙ্গে কথা হয়েছে। জনশৃঙ্খলা যেন নষ্ট না হয়, সে বিষয়ে নজর আছে। আশা করি, সবাই সহযোগিতা করবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোই থাকবে।

সর্বাধিক পঠিত