মঙ্গলবার, 22 জুলাই 2025
MENU
daily-fulki

ভিসা আবেদনকারীর সন্দেহজনক তথ্য পেলেই তা পাঠানো হয় যুক্তরাষ্ট্রে

ফুলকি ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারী সম্পর্কে সন্দেহভাজন কোনো তথ্য পেলে সেটি যুক্তরাষ্ট্র সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে পাঠানো হয়। অসাধু ও অপরাধীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

আজ সোমবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদনে আমাদের কনস্যুলার অফিসাররা কোনো জাল নথি খুঁজে পেলে, অথবা আবেদনকারী সম্পর্কে নিরাপত্তা বিষয়ক কোনো সন্দেহজনক তথ্য পেলে সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কাছে আমরা তা জানাই।

জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধী বা অসাধু ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে আমরা একসঙ্গে সমন্বিতভাবে কাজ করছি।

এর আগে শুক্রবার এক ফেসবুক পোস্টে দূতাবাস জানায়, "এই গল্প আমরা আগেও শুনেছি।" কনস্যুলার অফিসাররা ভিসা জালিয়াতি ও প্রতারণার নতুন নতুন কৌশল এবং ভুয়া নথিপত্র তৈরির প্রযুক্তি সম্পর্কে সবসময় জানেন।
তথ্য গোপন করা বা ভুয়া কাগজপত্র দাখিল করা গুরুতর অপরাধ।

এর ফল হতে পারে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা এবং ফৌজদারি মামলা।

 


News Writer

SB

সর্বাধিক পঠিত