সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
MENU
#
ধামরাইয়ের সেই শিশুর মায়ের জামিনের আবেদন
daily-fulki

ধামরাইয়ের সেই শিশুর মায়ের জামিনের আবেদন


স্টাফ রিপোর্টার : পুলিশের কাজে বাধা ও মারধরের অভিযোগের এক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ধামরাইয়ের দেড় বছরের সেই শিশুর মা তপসা বিশ্বাসের জামিন আবেদন করা হয়েছে।


ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদুর রহমানের আদালতে সোমবার তপসা বিশ্বাস ও তার সঙ্গে গ্রেপ্তার কিরণ মালার জামিন আবেদন করেন আইনজীবী মো. ইরশাদুল হক।


প্রসিকিউশন বিভাগের এসআই আরিফুল ইসলাম বলেছেন, জামিনের বিষয়ে বৃহস্পতিবার শুনানির দিন রেখেছেন বিচারক।
আইনজীবী ইরশাদুল হক বলেন, “আশা করছি, তারা জামিন পাবেন।”


জামিন আবেদনে এ আইনজীবী বলেছেন, “শনিবার রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়। তারা দুইজনেই মহিলা। তপসার দুগ্ধপোষ্য শিশু সন্তান আছে। তারা জামিন পাওয়ার হকদার। জামিন পেলে তারা পালিয়ে যাবেন না।”


আদালতে এক প্রশ্নের ইরশাদুল হক বলেন, “যদি তপসার জামিন না হয়, এরপর তার শিশুর বিষয়ে সিদ্ধান্ত নিব।”


গাজীপুরের কালিয়াকৈর থানার চুরির মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিকে ধামরাই থানা এলাকায় গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগ এনে মামলা করে। এরপর তপসা, কিরণ মালা, বাদল চন্দ্র সরকার ও দুলাল চন্দ্র সরকার নামে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলায় ধামরাই থানার এসআই সুবোধ চন্দ্র বর্মন অভিযোগ করেন, কালিয়াকৈর থানার চুরির মামলায় সাজাপ্রাপ্ত মো. বাবুল নামে এক আসামিকে গ্রেপ্তারে ধামরাই থানার বাইশাকান্দা ইউনিয়নে অভিযান চালানো হয়। শুক্রবার রাতে হরিলাল বিশ্বাসের বাড়িতে অভিযানে গেলে সেখানে ‘গোপন বৈঠকে অংশ নেওয়া’ ‘নিষিদ্ধ সংগঠনের’ ২৫/৩০ জন লাঠি-সোঁটা, রডসহ দেশিয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ চালায়। এতে সুবোধ চন্দ্র বর্মন, তিন এএসআই ও এক কনস্টেবল আহত হন। পরে থানা থেকে আরও পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।


এ ঘটনায় করা মামলায় তপসা বিশ্বাসের স্বামী হরিলাল বিশ্বাস ও ছেলে সৌরভ বিশ্বাসকেও আসামি করা হয়।


মায়ের জামিনের আশায় রোববার সারাটা দিন খালার সঙ্গে আদালত আঙিনায় কাটিয়েছে তপসার দেড় বছরের শিশু সন্তান। কাজ নাহলে সন্ধ্যার পর তারা বাসায় ফেরে। তাদের সেই অপেক্ষার ছবি পরে ছাপা হয় সংবাদমাধ্যমে। ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।


শিশুটিকে আদালতে নিয়ে আসা তার খালা সরলা বিশ্বাস বলেছিলেন, “মায়ের জন্য কান্নাকাটি করে। মাকে ছাড়া কি দেড় বছরের বাচ্চাকে রাখা যায়। কি যে একটা ঝামেলায় আছি।


“ও ওর মায়ের বুকের দুধ খায়। এখন আজেবাজে খাবার খাইয়ে রেখেছি। রাতে ঘুমোয় না। বিরক্ত করে অনেক।”
 

সর্বাধিক পঠিত