স্টাফ রিপোর্টার : সাভারে নারী ভোটারদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারী) গকুলনগর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সভাপতিত্ব করেন পাথালিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সোবহান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব, বিএনপি নেতা শরিফুল আলম, ইউনিয়ন বিএনপির সাধারণ আমিনুল ইসলাম প্রমুখ। এ ছাড়া বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নারীদের সর্ব ক্ষেত্রে এগিয়ে আসার আহবান জানান।
