সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আ: হান্নান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাজেদুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. তৌহিদুর রহমান, ইসলামী ব্যাংক সিংগাইর শাখার ম্যানেজার মো. রমজান আলী, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান মো. জিল্লুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাগর, উপজেলা মহিলা দলের সভাপতি রিপন আক্তার প্রমুখ।
মোট ১৩টি ইভেন্টে বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলায় অংশগ্রহণ করে। এরমধ্যে আকর্ষণীয় ছিল “যেমন খুশি তেমন সাজো”।
