সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম মানিকগঞ্জ জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, জেলার তিনটি সংসদীয় আসনের প্রার্থীদের বিজয়ে কাজ করতে শেখ মো. কবির আহমেদকে চেয়ারম্যান এবং মো. সারোয়ার হোসেনকে সদস্য সচিব করে ৩৩ সদস্যবিশিষ্ট এ নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২৪ জানুয়ারি) কেন্দ্রীয় কমিটির প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, জেলার তিনটি আসনের জন্য দুইজন করে এবং অতিরিক্ত আরও ছয়জনকে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। এ কমিটিতে মো. মোকলেছুর রহমানকে প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যান্যদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত জেলা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ মো. কবীর আহমেদ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীদের জয়ী করতে মানিকগঞ্জ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি নিরলসভাবে নির্বাচনী প্রচারে সার্বিক সহযোগিতা করবে।”
উল্লেখ্য, এর আগে গত ২১ জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। ওই কমিটিতেও শেখ মো. কবীর আহমেদ ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হন।
