সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
MENU
#
আসছে জনতার দলের নেতৃত্বে নতুন নির্বাচনি জোট ‌‘ইনসাফ মঞ্চ’
daily-fulki

আসছে জনতার দলের নেতৃত্বে নতুন নির্বাচনি জোট ‌‘ইনসাফ মঞ্চ’


স্টাফ রিপোর্টার : জনগণের অধিকার পুনরুদ্ধারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনতার দলের নেতৃত্বে ‘ইনসাফ মঞ্চ’ নামে নতুন নির্বাচনি জোটে আসছে। সূত্র জানায়, জোটে সারা দেশের স্বতন্ত্র প্রার্থী ও কয়েকটি নিবন্ধিত ও অনিবন্ধিত বেশ কয়েকটি দল যুক্ত হচ্ছে। জনতার দলের নেতৃত্বে জোটটি আসলেও ‘ইনসাফ মঞ্চ’ এর মূল নেতৃত্বে ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

জানতে চাইলে জনতার দলের মুখপাত্র ও প্রধান সমন্বয়ক এবং সাবেক মেজর (অব.) ডেল এইচ খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাংলাদেশ এক গভীর ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। মানুষের অধিকার আদায়ে আমরা ‘ইনসাফ মঞ্চ’ নতুন একটি রাজনৈতিক জোট করতে যাচ্ছি। স্বতন্ত্র, নিবন্ধিত ও কিছু অনিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে জোটটি গঠিত হলেও আমাদের মূল লক্ষ্য থাকবে জনগণের অধিকার পুনরুদ্ধারে কাজ করা।

সর্বাধিক পঠিত