চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। রবিবার সকাল ৭টা থেকেই চট্টগ্রাম নগরী ও আশপাশের জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই মাঠে সকাল সাড়ে ১১টার দিকে বক্তব্য রাখবেন।
ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও ধানের শীষের স্লোগান দিয়ে নেতাকর্মীসহ মানুষজন আসছেন।
ফাহমিদুল ইসলাম নামে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকার এক বাসিন্দা বলেন, ‘তারেক জিয়াকে দেখার জন্য ও বক্তব্য সরাসরি শোনার জন্য চলে এসেছি।’
দলীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের একটি হোটেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তরুণদের সঙ্গে পলিসি ডায়ালগে অংশ নেবেন। এরপর বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশে যোগ দেবেন। চট্টগ্রাম সফর শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।
এদিকে মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে সমাবেশস্থলে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ‘সকাল থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। সমাবেশে ১০ থেকে ১৫ লাখ লোকের সমাগম হবে।
চট্টগ্রামজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। মানুষের ঢল নামবে পলোগ্রাউন্ড মাঠে।
