স্টাফ রিপোর্টার : সাভার পৌর এলাকার ব্যাংক টাউন অগ্রণী উচ্চ বিদ্যালয় মার্কেটে চাঁদাবাজি করতে গিয়ে স্থানীয় যুবদল নেতৃবৃন্দের হাতে একজন আটক হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, আটককৃত চাঁদাবাজের নাম বোরহানউদ্দিন। তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বিকাশ পাল নামে একজন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছে।
